কমিউনিটি ০৫ ডিসেম্বর ২০২৫

বেথনাল গ্রিন রোডের ই.পেলিসি ক্যাফে

post

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজকাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “এই মার্কেটটি প্রমাণ করে যে কমিউনিটির উদ্যোগ কীভাবে আমাদের হাই স্ট্রিটগুলো পুনরুজ্জীবিত করতে পারে এবং এলাকাকে আরও নিরাপদ ও প্রাণবন্ত করে তুলতে পারে। স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করে এবং মানুষের উপস্থিতি বাড়িয়ে আমরা শুধু অর্থনীতিকে শক্তিশালী করছি নাকমিউনিটিকেও আরও দৃঢ় করছি। সবাইকে অনুরোধ করব—এসে দেখুনস্থানীয়দের থেকে কিনুন এবং এই ইতিবাচক পরিবর্তনের অংশ হোন।”

ইস্ট এন্ড ট্রেডস গিল্ডের ফাউন্ডার মেম্বারআন্না পেলিচ্চি বলেন, “আমরা চাই মানুষ এখানে আসুক যাতে সবারই উপকার হয়। আবারও বেথনাল গ্রিনকে সরগরম দেখা দারুণ হবে। ওয়েস্ট এন্ডে যাওয়ার দরকার নেইএখানে আমাদের সবই আছে!”

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner