টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “এই মার্কেটটি প্রমাণ করে যে কমিউনিটির উদ্যোগ কীভাবে আমাদের হাই স্ট্রিটগুলো পুনরুজ্জীবিত করতে পারে এবং এলাকাকে আরও নিরাপদ ও প্রাণবন্ত করে তুলতে পারে। স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করে এবং মানুষের উপস্থিতি বাড়িয়ে আমরা শুধু অর্থনীতিকে শক্তিশালী করছি না, কমিউনিটিকেও আরও দৃঢ় করছি। সবাইকে অনুরোধ করব—এসে দেখুন, স্থানীয়দের থেকে কিনুন এবং এই ইতিবাচক পরিবর্তনের অংশ হোন।”
ইস্ট এন্ড ট্রেডস গিল্ডের ফাউন্ডার মেম্বার, আন্না পেলিচ্চি বলেন, “আমরা চাই মানুষ এখানে আসুক যাতে সবারই উপকার হয়। আবারও বেথনাল গ্রিনকে সরগরম দেখা দারুণ হবে। ওয়েস্ট এন্ডে যাওয়ার দরকার নেই, এখানে আমাদের সবই আছে!”







