টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হল পূর্ব লন্ডন ফ্যামিলি জাস্টিস বোর্ড (ইএলএফজেবি)-এর বার্ষিক কনফারেন্স, যেখানে অংশ নেন ৩০০-রও বেশি পরিবার ও শিশু সেবার পেশাজীবী। কনফারেন্সের প্রধান লক্ষ্য ছিল, ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারকে আরও ভালো সহায়তা প্রদান এবং বহুসংস্থা একসঙ্গে কাজ করলে কিভাবে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করা।
কিনশিপ কেয়ার উইক উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে বিচারক, সোশ্যাল ওয়ার্কার, আইন বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সেবার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইস্ট লন্ডনের ডেজিগনেটেড ফ্যামিলি জাজ ক্যারোল অ্যাটকিনসন। তিনি বলেন, “এই বছরের ইস্ট লন্ডন লোকাল ফ্যামিলি জাস্টিস বোর্ড কনফারেন্স আবারও এক অসাধারণ সফলতা। বোর্ডের সদস্যদের কঠোর পরিশ্রম ও সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “আমি বিশেষভাবে কৃতজ্ঞ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছে, যারা আমাদের এমন একটি দুর্দান্ত ভেন্যু দিয়েছে। টাউন হলটি ব্যস্ত এবং বৈচিত্র্যময় কমিউনিটির মাঝে অবস্থিত। এটি এমন একটি অনুপ্রেরণাদায়ক জায়গা যেখানে এই কাজে নিবেদিত মানুষরা একত্রিত হয়ে ভাবনা শেয়ার করতে পারে।”
ফ্যামিলি ডিভিশনের প্রেসিডেন্ট স্যার অ্যান্ড্রু ম্যাকফারলেন সম্মেলনে মূল বক্তব্য রাখেন। তিনি বলেন, “ইএলএফজেবি-এর প্রাণশক্তি সবার চোখে স্পষ্ট। পরিবারিক বিচার কোনো একক সংস্থার কাজ নয় - বিভিন্ন সংস্থার একসঙ্গে কাজ করার ওপরই এটি নির্ভর করে। আমাদের লক্ষ্য হলো মামলাগুলো এগিয়ে নেওয়া এবং শিশুদের জন্য সঠিক কাজটি করা।”
তিনি আরও বলেন, “শুধুমাত্র বোর্ড পর্যায়ে এবং এ ধরনের কনফারেন্সে একত্রিত হওয়ার মাধ্যমেই আমরা যৌথ সমস্যা নিয়ে আলোচনা করতে পারি এবং নিশ্চিত হতে পারি - আমরা একসাথে কাজ করলে ফলাফল আরও ভালো হয়।”
টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক ক্যাবিনেট মেম্বার মাইয়ুম তালুকদার বলেন, “ইস্ট লন্ডন ফ্যামিলি জাস্টিস বোর্ড কনফারেন্স এক শক্তিশালী উদাহরণ যে কীভাবে নিবেদিত পেশাজীবীরা জ্ঞান ভাগাভাগির মাধ্যমে পরিবর্তন আনতে পারেন।”
তিনি আরও যোগ করেন, “টানা দ্বিতীয় বছরের মতো আমরা এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজক ও সহ-স্পন্সর হতে পেরে গর্বিত। এটি শিশু ও তরুণদের ভবিষ্যৎ উন্নত করতে আমাদের গভীর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।”
চারটি বিশেষজ্ঞ আলোচনাপ্যানেলে যে বিষয়ে বক্তারা উপস্থাপন করেন, সেগুলো হলো:
* অভিভাবকবিহীন আশ্রয়প্রার্থী শিশুদের সুরক্ষা
* পারিবারিক সম্পর্কের প্রজন্মগত ধারা নিয়ে গবেষণা
* কৈশোরে মস্তিষ্কের বিকাশ
* পরিবেশগত ঝুঁকি ও শিশু সুরক্ষা
এছাড়া 'ব্রেকিং দ্যা সাইকেল' শীর্ষক বক্তব্যে সোফি হামফ্রেইস ওবিই ঝুঁকিপূর্ণ তরুণদের সহায়তার প্রচলিত পদ্ধতি নতুনভাবে ভাবতে অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
কনফারেন্সের কেন্দ্রবিন্দুতে ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সপ্লইটেশন সার্ভিস - যা বহু সংস্থার সমন্বয়ে পরিচালিত একটি টিম। এটি পুলিশের সঙ্গে কাজ করে অপরাধমূলক ও যৌন শোষণ প্রতিরোধ, গুরুতর যুব সহিংসতা মোকাবিলা এবং গ্যাং সংশ্লিষ্টতা কমাতে। এই মডেলকে যুক্তরাজ্যের অন্যতম সেরা প্র্যাকটিস হিসেবে বিবেচনা করা হয়।
এ সেবার পক্ষ থেকে আলোচনা করেন গ্রুপ ম্যানেজার গুরসেল বেকসান এবং স্পেশালিস্ট এজ অ্যাসেসর এনিয়োলা ওনিগবানো। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহনিন ডেভিস, ন্যাশনাল কিনশিপ কেয়ার অ্যাম্বাসেডর (ডিপার্টমেন্ট ফর এডুকেশন)।
কনফারেন্সটি আয়োজন করেন ইএলএফজেবি-এর যৌথ চেয়ার ভিক্টোরিয়া রবার্টস, ডেবোরা পিকোস এবং টাওয়ার হ্যামলেটসের কোর্ট ওয়ার্ক ম্যানেজার সুনীল স্কারিয়া।
সম্মেলনের সারসংক্ষেপ ছিল - শিশু ও পরিবারের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে বহু সংস্থার সমন্বয়, জ্ঞান ভাগাভাগি এবং সহযোগিতার বিকল্প নেই।








