কমিউনিটি ২৭ অক্টোবর ২০২৫

ভিক্টোরিয়া পার্কে নতুন গ্রাস ক্রিকেট পিচের উদ্বোধন - টাওয়ার হ্যামলেটসে ক্রিকেটে নতুন যুগের সূচনা

ভিক্টোরিয়া পার্ক হবে নারী ও পরিবারের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক স্পোর্টস হোম: মেয়র লুৎফুর রহমান

post

টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্কে ঘাসের (গ্রাস) নতুন ক্রিকেট পিচের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বারায় নিরাপদ, অন্তর্ভূক্তিমূলক এবং কমিউনিটি বান্ধব পরিবেশে ক্রিকেটের নতুন অধ্যায় তৈরি করা হল।

সিক্স ওভার ম্যাচ খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ের ইংল্যান্ড ক্রিকেটার মাইয়া বুশিয়ার এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আউটফিল্ড ও ক্রিকেট স্কোয়ার বাস্তবায়নের জন্য আগামী তিন বছরের একটি পরিকল্পনা ঘোষণা করা হয়।

এই পরিকল্পনায় নারী এবং মেয়েদের জন্য খেলাধুলার নিরাপদ স্থান তৈরি, উদ্ভাবনীমূলক গ্রাউন্ড নকশা এবং ল্যান্ডস্কেপিং এবং উচ্চ পর্যায়ের লীগ ক্রিকেটে স্থানীয় টিমগুলোর অংশগ্রহণের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেইন, টিএইচসিসি-টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের প্রতিনিধি এবং সিকেসি-ক্যাপিটাল কিডস ক্রিকেট এর সিইও এমডি শহিদুল আলম উপস্থিত ছিলেন। তারা ক্রিকেট স্কয়ার এর  ধারাবাহিক উন্নয়ন কাজে কমিউনিটির চাহিদাকে অগ্রাধিকারে রাখতে কাউন্সিলের সাথে কাজ করে যাচ্ছেন।

টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেছেন, "আমাদের লক্ষ্য হলো ক্রিকেটের জন্য ভিক্টোরিয়া পার্ককে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবার বান্ধব, বিশেষ করে নারী এবং মেয়েদের জন্যে একটি আদর্শ স্পোর্টস হোম হিসেবে গড়ে তোলা। আমরা চাই, কমিউনিটির সবার মধ্যে এই আত্মবিশ্বাস গড়ে উঠুক যে, তারা যেন একে খেলাধুলা করার এবং নিজেকে বিকশিত করার একটি নিরাপদ স্থান মনে করেন। তৃনমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়ন কাজের মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরিতে এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটসকে আরো শক্তিশালী করবে।"    

গ্রাস ক্রিকেট পিচ বড় একটি প্রকল্পের অংশ:

যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে দৃষ্টান্ত তৈরির মতো নকশা ও ল্যান্ডস্কেপিং, যেখানে পরিবারের সদস্য ও দর্শকদের জন্য আরামদায়ক বসার জায়গা, যেখানে নিশ্চিন্তে বসে অভিভাবকরা তাদের শিশুদের খেলা দেখতে পারবেন।

নারী, মেয়ে এবং তরুন খেলোয়াড়দের জন্য আরো সুযোগ-সুবিধা তৈরির মাধ্যমে ওমেন্স ক্রিকেট আয়োজনে আরো বেশি আত্মবিশ্বাসী পরিবেশ গড়ে তোলা।

নান্দকিতার মাধ্যমে ইতিবাচক কমিউনিটি উপস্থিতি বাড়ানো এবং অসামাজিক আচরণ হ্রাস করা সম্ভব।

এছাড়াও প্রতিশ্রুতি অনুযায়ী, খেলাধুলায় নারী ও মেয়েদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাউন্সিল বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সব প্রশিক্ষণ সেশনে নারী কোচরা উপস্থিতি, রবিবার থাকবে নারী ও মেয়েদের ক্রিকেটের জন্য নির্ধারিত দিন এবং আগামী বছর ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে “মাইয়া বুশিয়ার লন্ডন ক্রিকেট লিগ”।

কাউন্সিলর কামরুল হুসেইন বলেছেন, "ভিক্টোরিয়া পার্কের এই নতুন পিচ টাওয়ার হ্যামলেটসে কমিউনিটির কল্যান এবং সবার জন্য খেলাধুলার প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন একটি প্রকল্পে সহযোগিতা করে গর্ববোধ করছি যেখানে নারী এবং মেয়েদের ক্ষমতায়ন, তরুণ সমাজ এবং কমিউনিটিকে অন্তর্ভুক্ত করেছে।"

ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার এবং সিকেসি'র পৃষ্ঠপোষক মাইয়া বুশিয়ার বলেছেন, "বছরের পর বছর স্থানীয় প্রচারণার পর এমন ইতিবাচক কিছু দেখে সত্যিই দারুণ লাগছে। এখন ভিক্টোরিয়া পার্ক এমন এক জায়গা যেখানে সবাই মিলে নিরাপদ পরিবেশে ক্রিকেট উপভোগ করতে পারবে। প্রস্তাবিত গ্রাউন্ড উন্নয়ন কাজ শেষ হবার সাথে সাথে এখানে সন্তানদের খেলাধুলায় প্রেরণা দিতে অভিভাবকদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। এই গ্রাউন্ড অন্যেদের উদাহরণ হিসেবে দেখিয়ে দিতে পারে কিভাবে একটি পার্ক নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রেরণাদায়ক হতে পারে সবার জন্য, বিশেষ করে নারী এবং মেয়েদের জন্য।"

মিডলসেক্স ক্রিকেট ইন দ্যা কমিউনিটির ম্যানেজিং ডাইরেক্ট এবং সাবেক ইংল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটার অ্যাঙ্গাস ফ্রেজার বলেছেন, "টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ক্যাপিটাল কিডস ক্রিকেট এবং আমাদের কমিউনিটির পার্টনার গুলোর সাথে মিলে খেলাধুলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পেরে মিডলসেক্স সব সময় গর্ববোধ করছে। এই বারাজুড়ে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নয়নে আমরা আমাদের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখব। এটি চমৎকার বিষয় যে, টাওয়ার হ্যামলেটসের এখন সত্যিকারের হোম গ্রাউন্ড আছে, যেখানে স্থানীয় খেলোয়াড়রা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে উচ্চ পর্যায়ে খেলার জন্য তৈরি করার প্রেরণা পাবে।"

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner