নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
গাজা সিটি,ফিলিস্তিন: গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে শনিবার ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল-মাওয়াসি শিবিরে ইসরাইলি হত্যাকান্ডের এ সংখ্যা উল্লেখ করা হয়। ইসরাইল বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।








