বাংলাদেশ ১৪ ডিসেম্বর ২০২৫

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ তথ্য জানান।তিনি বলেন, গত দুই দিন ধরে ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আজ আমরা বোর্ড মিটিংয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যেতে পারে।আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাঠাতে কিছু প্রক্রিয়া রয়েছে। সে কারণে ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা ও তার পরিবার ইতোমধ্যে প্রায় অর্ধকোটি টাকা ধার করে একটি এয়ারক্রাফট ভাড়া করেছে, যাতে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যায়। এ ক্ষেত্রে এখনো কোনো সরকারি সহযোগিতা গ্রহণ করা হয়নি।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। তবে সরকারের পক্ষ থেকে তাকে নেওয়ার বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আমরা বর্তমানে হাসপাতালে বসে আবেদন লিখছি, যেন সরকারিভাবে তাকে বিদেশে পাঠানো যায়। তবে কোন দেশে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।ভিসা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখন কেবল প্রক্রিয়া সম্পন্ন হয়ে বাস্তবায়নের অপেক্ষা। বাকি সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন বাংলাদেশে বর্তমানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এর চেয়ে উন্নত চিকিৎসার সুযোগ নেই। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যেতে পারে। আমরা এবং তার পরিবার এ বিষয়ে সম্মত রয়েছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner