নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে নাশকতাকারীরা।শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে একজন নাশকতাকারী নির্বাচন অফিসে ঢুকে পেট্রোল ঢেলে আগুন দেয়। অফিসের নৈশপ্রহরী পানি ঢেলে আগুণ নিয়ন্ত্রণে আনে।এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম মেহেদি হাসান।জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়।আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী নিয়ন্ত্রণে নিয়ে আসেন।আগুনে অফিসের ২০০৮-০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়।জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, রিটার্নিং কর্মকর্তার অফিস, সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন অফিসসহ সব নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন








