বাংলাদেশ ১১ নভেম্বর ২০২৫

দেশের বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ বেবিচকের

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়।বেবিচকের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নির্দেশনার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানবাহন তল্লাশি, টহল ও পদচারী নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি, সব বিমানবন্দরে অতিরিক্ত জনবল নিয়োজিত রাখা এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner