নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদে জনগণের দাবি প্রতিফলিত হয়েছে এবং এটি বাস্তবায়নে গড়িমসি করলে দেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে।আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত আট দলের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে দাবি করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা।যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য ২৬তম জাতীয় কোনো নির্বাচন হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে গণভোটের মাধ্যমে। তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান দেখাতে ব্যর্থ, তারা জাতীয় নির্বাচনে জনগণের মতকে কিভাবে সম্মান জানাবে?ডা. শফিকুর রহমান রাজনৈতিক পক্ষগুলোকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলেই আমরা পল্টনে কথা বলতে পারছি। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। ব্যর্থ হলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন।সমাবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি পূরণ করা হবে না, আন্দোলন চলবে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার অভিযোগ করেন, দিল্লির ষড়যন্ত্রে আগামী ১৩ নভেম্বর পরাজিত ফ্যাসিবাদী দল লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।সমাবেশে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের বৈধতার জন্য ফেব্রুয়ারির মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে দাবিসমূহের মধ্যে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, নির্বাচনে উভয় পিআর পদ্ধতি নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিল বেলা ১২টায় সমাবেশস্থলে পৌঁছায়। সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর ২টার দিকে, যার পর গুলিস্তান থেকে নাইটিঙ্গেল মোড় এবং বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত জনতার সমাগম হয়।
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির








