বাংলাদেশ ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে মালঞ্চ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ নামের এক বাসে আগুনের ঘটনা ঘটেছে। ‎মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে পার্ক করা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যান। এ ফাঁকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner