গ্রাম বাংলা ১১ নভেম্বর ২০২৫

আ.লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব : মির্জা ফখরুল

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঠাকুরগাঁও:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলাও করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেবো।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপির মহাসচিব বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না। আমরা প্রতিশোধ নেবো না। আমরা ভালোবাসা ও প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই।” আমি সেই কথাটা আজকে এখানে আপনাদের বলতে চাই, আমরা কোনও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলাও করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা তুলে নেবো।এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ঠিক আছে?’ তখন মঞ্চে থাকা একজন নেতা জবাবে বলেন, ‘ঠিক আছে। তুলে নেওয়া হয়েছে।’ তার জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘তুলে নেওয়া হয়েছে কিছু? তখন ওই নেতা জবাবে বলেন, ‘তুলে নেওয়া হয়েছে।মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য ও সমৃদ্ধি নিয়ে চলতে চাই।আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়েও কিন্তু শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষের ওপর আরও অত্যাচার ও নির্যাতন করবে, ওই পরিকল্পনা করতেছে। ১৩ তারিখে বলে লকডাউন হবে। সেজন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস-ট্রাক পুড়িয়ে দিয়ে ভয় দেখাচ্ছে। আরে, ভয় দেখাইয়া তো ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত কি থাকতে পারছো? পারো নাই। তাই শেখ হাসিনাকে বলতে চাই, আর ওসব পাগলামি কইরেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখাইয়া শাসন করতে পারবেন না। বরং বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান। বলেন, যা করেছি ভুল করেছি, ছেলেগুলারে গুলি করে মারছি; ভুল করেছি। আমাকে আপনারা মাফ করে দেবেন।জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আল মামুন আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner