বাংলাদেশ ০৪ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা।গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে আটক করা হয়।জেসমিন আরা রুমা (২৭) নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রুমাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner