ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী মইনুল বাকর। গত ৩১ অক্টোবর শুক্রবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি ।
সংবাদ সম্মেলনে মইনুল বাকর বলেন, আমি রাজনীতি করছি না, আমি মানুষের সেবা করতে চাই। দল-মত নির্বিশেষে সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা সত্যিকারের পরিবর্তন আনবে।#মানবসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১২ বছর ধরে বাংলাদেশের ৬৪ জেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করছি।
মইনুল বাকর ‘বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন’-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যেখানে তিনি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন। ফাউন্ডেশনটি রাস্তার অসহায় মানুষদের চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
মইনুল বাকর ‘বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন’-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যেখানে তিনি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন। ফাউন্ডেশনটি রাস্তার অসহায় মানুষদের চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী কামরুল আহমেদ শুকুর, আখতার আলী চৌধুরী, মামুনুর রহমান, মোহাম্মদ আব্দুল কালাম ও মোহাম্মদ রুহানি।
প্রেস বিজ্ঞপ্তি








