নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৪ওভারে ১৪৯/১০ (মোস্তাফিজ ১১*; তানজিদ ১৫, লিটন ৫, সাইফ ৮, শামীম ১, নুরুল ৫, হৃদয় ২৮, তানজিম ৩৩, নাসুম ২০, তাসকিন ১০)২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*; আথানেজ ৩৪, কিং ৩৩, শেরফানে ০)চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হার দিয়ে শুরু
করেছে বাংলাদেশ। থ্রিলারে পরিণত হওয়া ম্যাচে তাদের ১৬ রানে হারিয়েছে ওয়েস্ট
ইন্ডিজ। শেষ দিকে তানজিম সাকিব ও নাসুম আহমেদের ব্যাটিং আশা জাগালেও
স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে। বাংলাদেশ ১৯.৪ ওভারে
সবকটি উইকেট হারিয়ে থেমেছে ১৪৯ রানে। তাতে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে
এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
অথচ লক্ষ্য তাড়ায় দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। আকিল হোসেনের প্রথম ওভারেই তানজিদ হাসান ছক্কা ও চার মেরে ভালো ইঙ্গিত দিচ্ছিলেন। সেই সূচনা বেশিক্ষণ টিকেনি। দ্বিতীয় ওভারেই অতিরিক্ত আগ্রাসনের খেসারত দিতে হয় তানজিদকে। পাওয়ারপ্লেতে পরপর দুই ব্যাটার ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। লিটন দাস সফট ডিসমিসালে আউট হন। দুইটি দ্রুত উইকেটই আসে ক্যারিবিয়ানদের দুর্দান্ত ফিল্ডিংয়ে। বিপজ্জনক সাইফ হাসানও ক্যাচ আউট হলে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় তরান্বিত হয়। পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে ব্যাটাররা কোনও কার্যকর জুটি গড়তে পারেননি। তাওহীদ হৃদয় এক প্রান্তে থেকে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করলেও ২৮ রানে থামেন। শেষ দিকে কিছুটা আশার আলো দেখা যায় তানজিম সাকিবের ব্যাটে। সুযোগ পেয়ে আক্রমণাত্মক রূপ নেন তিনি। শেফার্ডের ১৪তম ওভারে নেন ১৬ রান। তবে সাকিবের ২৭ বলে ৩৩ রানের লড়াকু ইনিংসটি জয়ের পথ দেখাতে পারেনি বাংলাদেশকে। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় নিচের সারির ছোট ছোট ইনিংসগুলো আশা জাগিয়েও পারেনি।জেসন হোল্ডার ও জেইডেন সিলস তিনটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় এনে দিতে ভূমিকা রাখেন। আকিল হোসেন নেন আরও দুটি উইকেট। একটি করে নিয়েছেন খ্যারি পিয়েরে ও রোমারিও শেফার্ড।
রিশাদ ফিরলেন ৬ রানে
রিশাদ শেষ দিকে নেমে কিছুই করতে পারেননি। ৬ রানে হোল্ডারের বলে ক্যাচ তুলে ফিরেছেন। বাংলাদেশ নবম উইকেট হারায় ১২৯ রানে।
নাসুমের বিদায়ে নেই অষ্টম উইকেট
শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ে ব্যবধান কমিয়ে আনছিলেন তানজিম সাকিব ও নাসুম আহমেদ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়েই আশা জাগতে শুরু করে। কিন্তু তানজিমের আউটের পর টেকেননি নাসুম আহমেদও। সিলসের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ২০ রানে। নাসুমের ১৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।
আশা জাগিয়ে ফিরলেন তানজিম
৭৭ রানে হৃদয়ের আউটের পর ব্যাট হাতে ব্যবধান কমিয়ে ফেলেন তানজিম সাকিব ও নাসুম আহমেদ। তাদের ঝড়ো ব্যাটিংয়ে আশাও জাগতে থাকে। ১৫.৫ ওভারে তানজিমকে ক্যাচ আউট করে ৪০ রানের জুটি ভেঙেছেন হোল্ডার। তানজিম ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানে ফিরেছেন। বাংলাদেশ সপ্তম উইকেট হারায় ১১৭ রানে।
হৃদয়কে থামালেন সিলস
৫৭ রানে পাঁচ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তাওহীদ হৃদয়। স্কোরবোর্ড সচল রাখছিলেন তিনি। কিন্তু সিলসের ১২তম ওভারের শেষ বলে আকিল হোসেনের দুর্দান্ত ক্যাচে ২৮ রানে থামতে হয়েছে তাকে। হৃদয়ের ২৫ বলের ইনিংসে ছিল ২টি চার। বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় ৭৭ রানে।
সোহানও ফিরলেন, ৫ উইকেট নেই বাংলাদেশের
৪ উইকেট হারিয়ে ভুগতে থাকা বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারেননি নুরুল হাসান সোহানও। ৮.৩ ওভারে খ্যারি পিয়েরের বল কাট করতে গিয়ে ব্যাটে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। ১০ বল খেলে ৫ রানে বোল্ড হন সোহান। বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় ৫৭ রানে।
পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
স্কোরবোর্ডের রান জমা হতে থাকলেও টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই হারায় চার উইকেট। ৬ ওভারে যোগ করতে পেরেছে ৪২ রান।শুরুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে করেছিলেন ওপেনার তানজিদ হাসান। দুটি চার ও এক ছক্কা মারেন তিনি। দ্বিতীয় ওভারে এসেই তাকে শর্ট পিচ বলে শেফার্ডের দুর্দান্ত ক্যাচে ফেরান জেইডেন সিলস। তানজিদ ৫ বলে করেন ১৫ রান।এক ওভার পর নতুন ব্যাটার লিটনকে (৫) ফিরতি ক্যাচে ফেরান আকিল হোসেন। পরে ৪.২ ওভারে সিলস আরেক ওপেনার সাইফ হাসানকেও (৮) শেফার্ডের ক্যাচ বানালে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক দল।তার পর নতুন ব্যাটার শামীম হোসেনও দলকে উদ্ধার করতে পারেননি। ষষ্ঠ ওভারে হোল্ডার নিজের প্রথম ওভার করতে এসেই শামীমকে (১) বোল্ড করেছেন। ৪১ রানে বাংলাদেশ হারায় তাদের চতুর্থ উইকেট। তাতে পাওয়ার প্লেতেই ভীষণ বিপদে পড়ে যায় তারা।
বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৬৫ রান।শুরুতে সতর্ক ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। তার পর আথানেজের ঝড়ে বাড়ে রানের গতি। তাতেই শুরুর জুটিতে ৫৯ রান যোগ হয় ক্যারিবিয়ানদের। আথানেজকে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। তার পর দলের রান বাড়িয়ে নিতে সংগ্রাম করছিলেন ব্র্যান্ডন কিং। দলের ৮২ রানে তাকে ও শেরফানে রাদারফোর্ডকে টানা দুই বলে ফিরিয়ে ছন্দপতন ঘটিয়েছিলেন তাসকিন। মাঝের ওভারগুলোতে তার পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে রানই পাচ্ছিলো না সফরকারীরা। বিশেষ করে ধুঁকছিলেন রোভম্যান পাওয়েল। ৭ রানে তাকে জীবন দেন তানজিম সাকিব। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। পরে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ১২৯। তার পর শেষ দুই ওভারে ৩৬ রান তুলেছে রোভম্যান পাওয়েল ও শাই হোপ জুটি। তানজিম সাকিবের শেষ ওভারটি ছিল ব্যয়বহুল। টানা তিনটি ছক্কা মারেন পাওয়েল। তাতেই স্কোর ১৬৫ রান পর্যন্ত গেছে। ঝড়ো চতুর্থ উইকেট জুটিতে ৪৬ বলে ৮৩ রান যোগ হয়েছে। পাওয়েল ২৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। শাই হোপ ২৮ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ছিলেন ৪৬ রানে।
রিশাদের পর তাসকিনের জোড়া আঘাত
আথানেজ ফিরলেও কিং অপরপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন। তাতে ১২ ওভার শেষে ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮২। কিন্তু ১৩তম ওভারে এসেই টানা দুই বলে জোড়া আঘাতে ক্যারিবিয়ানদের ছন্দ পতন ঘটান তাসকিন। শুরুতে ব্র্যান্ডন কিংকে তানজিম হাসানের ক্যাচ বানান। কিং ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ফেরেন ৩৩ রানে। পরের বলে নতুন নামা শেরফানে রাদারফোর্ডকেও ক্যাচ আউট করান তাসকিন। রাদারফোর্ড উঠিয়ে মারতে গিয়ে লিটনের হাতে গ্লাভসবন্দি হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ৮২ রানেই হারায় তৃতীয় উইকেট।
৫৯ রানের জুটি ভাঙলেন রিশাদ
পাওয়ার প্লের পর হাত খুলে মারতে শুরু করেছিলেন আলিক আথানেজ। কিন্তু বেশিক্ষণ তাকে টিকতে দেননি রিশাদ হোসেন। দলের ৮.২ ওভারে আথানেজকে বোল্ড করেন তিনি। তাতে ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৪ রানে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার।
পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের ৩৫
পাওয়ার প্লেতে খুব বেশি রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ ওভারে নাসুম কৃপণ থাকায় ৬ ওভারে তারা বিনা উইকেটে তুলতে পারে ৩৫ রান।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে আজ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা বাংলাদেশ এদিন অবশ্য টস জিততে পারেনি। প্রথম ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছে ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। লাল-সবুজরা টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে। তার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি সিরিজই জিতেছে তারা।দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক লিটন দাসের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে থাকা লিটন এখন দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার এবং টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক।
একাদশে কারা
বাংলাদেশ
একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান,
নুরুল হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন,
তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।ওয়েস্ট
ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, শাই হোপ (অধিনায়ক ও
উইকেটরক্ষক), রোস্টন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন
হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পিয়েরে ও জেইডেন সিলস।








