গ্রাম বাংলা ২৬ অক্টোবর ২০২৫

নেত্রকোণা : শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল

post

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোণাঃ নেত্রকোণার  মদনে মানিক মিয়া নামের এক শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন স্থানীয়র এলাকাবাসী । শুক্রবার দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের সামনে মদন-কেন্দুয়া সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আগে স্থানীয়রা  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।শিক্ষক মানিক মিয়া উপজেলা চানগাঁও -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি মদন উপজেলা সহকারী প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক সমিতির একআংশের  সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

মানববন্ধনে বক্তা ও স্থানীয় শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি মদন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের দুইটি কমিটি গঠন করা হয়েছে। 

একটি কমিটির  সভাপতি মুজিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মানিক মিয়া। 

অপর দিকে আরেকটি কমিটির সভাপতি মীর্জা মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হাসানুল মান্নান নিউটন। 

দুইটি কমিটি নিয়ে শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টিসহ উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। 

একে অপরের কমিটিকে ভূয়া আখ্যায়িত দিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন। 

গত ২০ অক্টোবর একটি কমিটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন সেই কমিটির সহ- সভাপতি শফিউল্লাহ লালন বক্তব্য দেন। শফিউল্লাহ লালনের বক্তব্যের প্রতিবাদে অপর কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া স্থানীয় লোকজন নিয়ে শফিউল্লাহ লালনের বিরুদ্ধে মদন-নেত্রকোনা সড়কে বয়রাহালা এলাকায় মানববন্ধন করেন। 

সেই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক মানিক মিয়া শিক্ষক শফিউল্লাহ লালনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেই বক্তব্যের প্রতিবাদের শফিউল্লাহ লালনের এলাকার লোকজন আজ এই ঝাড়ু ও জুতা মিছিল করেন। শিক্ষকদের এমন কর্মকাণ্ডে হতবাক এলাকার সচেতন সমাজ। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, ' সহকারী শিক্ষকদের কমিটি নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি আমি অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner