কমিউনিটি ২৩ অক্টোবর ২০২৫

আমাদের ফস্টার কেয়ারার ও আত্মীয় পরিচর্যাকারীদের অক্লান্ত ভালোবাসার সম্মাননা

post

গত সপ্তাহে ন্যাশনাল কিনশিপ কেয়ার সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক ফস্টার ও কিনশিপ কেয়ারার উদযাপন অনুষ্ঠানে প্রায় ১০০ জন ফস্টার ও আত্মীয় যত্ন প্রদানকারীকে সম্মানিত করা হয়েছে।

এই বিশেষ সন্ধ্যায় সারা বরো জুড়ে থাকা পরিচর্যাকারী ও স্টাফরা একত্রিত হয়েছিলেন, যাতে ফস্টার কেয়ার বা কেয়ারে থাকা শিশু ও তরুণদের প্রতি তাদের অসাধারণ নিষ্ঠা এবং ভালোবাসা স্বীকৃতি পায়। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে শিশুদের সহায়তা করে আসা কেয়ারারদের সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। উল্লেখযোগ্যভাবে, কেউ কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে ফস্টার কেয়ারার হিসেবে কাজ করে আসছেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, এই ধরনের উদযাপন শুধু কেয়ারারদের উৎসাহিত করে না, বরং কমিউনিটিতে শিশুদের প্রতি যত্ন ও সুরক্ষার গুরুত্বকেও সামনে নিয়ে আসে।

যদি আপনি মনে করেন আপনি একজন শিশুকে নিরাপদ ও ভালোবাসাময় ঘর দিতে পারেন, তবে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.fosteringtowerhamlets.co.uk


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner