কমিউনিটি ২২ অক্টোবর ২০২৫

'এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস' ঘোষণা

post

সম্মানিত সদস্যবৃন্দ 

লন্ডন বাংলা প্রেস ক্লাব অত্যন্ত আনন্দের সাথে 'এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস' ঘোষণা করছে । প্রতি দুই বছর অন্তর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এর মাধ্যমে আমাদের দ্বিবার্ষিক সম্মিলন আরো প্রাণবন্ত হবে বলে আশা করা যাচ্ছে।


* মোট অ্যাওয়ার্ডস: ২০টি (ইউকে-ভিত্তিক, আঞ্চলিক এবং মিডিয়া ফ্যামিলি ক্যাটাগরি )

* স্বাধীন বিচারক প্যানেল অ্যাওয়ার্ডসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

* নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ । 

•  অ্যাওয়ার্ডস প্রদান: ২৫ জানুয়ারি ২০২৬।

* নমিনেশন আবেদনকারি নিজে অথবা তাঁর পক্ষে কোনো সদস্য জমা দিতে পারবেন । 


অ্যাওয়ার্ডস ক্যাটাগরি

ইউকে-ভিত্তিক অ্যাওয়ার্ড (৩টি):

১. লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 

২. বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড 

৩. বেস্ট জার্নালিস্ট ওয়ার্কিং ইন মেইনস্ট্রিম মিডিয়া (প্রেস ক্লাবের সদস্য হওয়া আবশ্যক নয়)


লন্ডন এন্ড সাবার্ব (৪টি ):

১. বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন

২. বেস্ট অনলাইন টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন

৩. বেস্ট নিউজ রিপোর্টার ইন লন্ডন (প্রিন্ট এন্ড অনলাইন)

৪. বেস্ট টিভি প্রেজেন্টার ইন লন্ডন (স্কাই-লিস্টেড টিভির নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রেজেন্টার্স)


রিজিওনাল অ্যাওয়ার্ডস  (৯টি):

মিডল্যান্ডস ৩টি, নর্থ ইংল্যান্ড ৩টি, আউট অব লন্ডন ৩টি-(আউট অব লন্ডন হচ্ছে: লুটন, ক্যামব্রিজ, ব্রিস্টল, নর্থ্যাম্পটন, সাউদাম্পটন, ওয়েলস এবং স্কটল্যান্ড) ।

১. বেস্ট টিভি নিউজ রিপোর্টার (স্কাই লিস্টেড টিভি) ৩টি। 

২. বেস্ট কমিউনিটি-ফোকাসড জার্নালিস্ট (অনলাইন, টিভি বা প্রিন্ট) ৩টি

৩. আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন্স টু দ্য মিডিয়া- ৩টি 


আউটস্ট্যান্ডিং মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস (৪টি):

১. ক্লাবের সদস্যদের সন্তানদের এ-লেভেল, জিসিএসই, গ্রাজুয়েশন এবং পেশাগত সাফল্যের জন্য বিশেষ স্বীকৃতি।


সম্পূর্ণ নীতিমালা ও মনোনয়ন প্রক্রিয়া শীঘ্রই লন্ডন বাংলা প্রেস ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।


ধন্যবাদান্তে 

মুহাম্মদ জুবায়ের, প্রেসিডেন্ট 

তাইসির মাহমুদ, সেক্রেটারি 

সালেহ আহমেদ, ট্রেজারার


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner