বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতোরি নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের আগে। তিনি আরও উল্লেখ করেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনী উৎসাহ বেড়েছে, যা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বাড়াবে।প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ভোট দেবেন। তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে এবং ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।এক ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় আইনপ্রণেতাদের সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তর, এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন।ইউরোপীয় আইনপ্রণেতারা নির্বাচনের গুরুত্ব ও সরকারের গত ১৪ মাসের প্রচেষ্টার প্রশংসা করেন।প্রধান উপদেষ্টা বাংলাদেশের অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত তহবিল এবং সম্প্রতি বন্ধ হওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করার জন্য সহায়তা প্রদানের আহ্বান জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner