নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক এক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান।শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। দেখবেন বর্ষার পরই সবখানে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে।তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে। এসব বিষয়ে বিশ্বের অনেক দেশে বছরের পর বছর লেগে যায়।দেশে সাম্প্রতিক চাঞ্চল্যকর কিছু ঘটনার বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। আইন সংশোধন করে ধর্ষণের বিচার খুব দ্রুত শেষ করা হয়েছে।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব








